সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করা যাবে না

মাদকবিরোধী সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান। ‘প্রযুক্তি আসক্তি ও মাদকাসক্তি: সমাধানের উপায় কী’ এই বিষয়ের ওপর আলোচনা করেন তিনি। ২৯ জানুয়ারি ২০২৪ অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভার ১৭১ তম পর্বের আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

অনলাইন এই পরামর্শ সভায় সন্তানের সঙ্গে অভিভাবকের সম্পর্ক প্রসঙ্গে ফারজানা রহমান বলেন, ‘আমাদের সব সময় মনে রাখতে হবে তা হলো, দিন শেষে সন্তান যাতে বাবা-মাকে মন খুলে সব কথা বলতে পারে। যেকোনো ধরনের প্যারেন্টিংয়ের ক্ষেত্রে বাবা-মাকে সন্তানের কথা মন দিয়ে শুনতে হবে। সন্তানকে বিশ্বাস করতে হবে। সন্তানের সমালোচনা করা যাবে না। সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করা যাবে না। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে করে সবকিছু শেয়ার করে।’