প্রশ্ন ও উত্তর পর্ব-১১২
‘শিশুর খাদ্যে পুষ্টি নিশ্চিত করতে হবে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ৩০ আগস্ট ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১১২।
প্রশ্ন: শিশু যা চাইবে, তাই দিব। অভিভাবক হিসেবে কি করব?
উত্তর: শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। শিশুর নিরাপত্তা বোধ থাকতে হবে। শিশুকে পর্যাপ্ত ঘুমাতে দিতে হবে। নবজাতশিশু কমপক্ষে ১৮ ঘন্টা ঘুমাবে। সক্রিয় খেলাধুলা করবে। শিশুকে শান্তির পরিবেশ দিতে হবে । জাপানের একটা অভিজ্ঞতার কথা বলি। জাপানের এক নাগরিক আমাকে বলেছে, জাপানিরা দুই জায়গায় লালবাতি দেখলে থেমে যায়। রাস্তায় লাল বাতি জ্বললে গাড়ি থেমে যায়। আরেকটি হলো বাবা-মা, বাচ্চার সামনে কখনও ঝগড়া করে না । কোন কারণে বাবা মায়ের ঝগড়া বিবাদ হলে সামনে বাচ্চা চলে এলে বাবা মা থেমে যায়। যদি বাচ্চা বুঝে যে তার বাবা মাকে পেটায় বা মা কোন কারণে অশান্তিতে আছে তাহলে সেই সন্তানের মানসিক অবস্থা বাধা গ্রস্থ হবে।
সন্তানকে মানবিক গুণ দিচ্ছেন কিনা, শিশুর খাদ্যে পুষ্টি নিশ্চিত করতে হবে। সুস্থ করে তাকে বেড়ে তুলতে হবে।