বাংলাদেশের বহু শিশু এখন মাদকাসক্ত। সমাজের সব শ্রেণির শিশু এই ভয়াল নেশার ফাঁদে আটকা পড়েছে। এটি থেকে তারা বের হতে পারছে না। এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ অধ্যাপক মোহিত কামাল। সাক্ষাৎকারটি প্রকাশ হয় ২০১৭ সালের ১২ জুলাই। সাক্ষাৎকার নিয়েছেন মুসলিমা জাহান। উক্ত সাক্ষাৎকার থেকে শিশুর মাদকাসক্তি বিষয়ে একটি প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।
বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে, সমাজে দিন দিন মাদকাসক্ত শিশু-কিশোরের সংখ্যা বেড়ে চলছে। এ বিষয়ে আপনি কী মনে করেন? এর উত্তরে অধ্যাপক মোহিত কামাল বলেন, ‘শিশুরা মাদক নেয়, এ ব্যাপারে আমি খুব শঙ্কিত। পর্যবেক্ষণ, পেশাগত ও বাস্তব অভিজ্ঞতায় যেসব ঘটনার মুখোমুখি হচ্ছি, একজন বিশেষজ্ঞ ও মনোরোগ চিকিৎসক হিসেবে আমি শঙ্কিত হয়ে যাচ্ছি। কারণ, আগে শুধু বস্তির ছেলেরা, রাস্তার টোকাইরা বা যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সন্তানেরা মাদক নিত। এখন দেখছি সমাজের অভিজাত শ্রেণির ছেলেমেয়েরাও মাদক নিচ্ছে। আগে দেখতাম, মাদকাসক্ত শিশুর বয়স ১৫ আর এখন ১২-১৩, এমনকি ৬-৭ বছরের শিশুরাও মাদক নিচ্ছে। এটা খুবই ভয়াবহ চিত্র। এর থেকে বের হওয়ার রাস্তা রেব করতে হবে। আমাদের সকলের সচেতন হতে হবে। মাদকের উৎস ধংস করতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আক্রান্তদের কাউন্সিলিং ও চিকিৎসার আওতায় নিতে হবে।’