‘মা যেন উদ্বেগের মধ্যে না থাকে’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ৩০ আগস্ট ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১১৭।

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল।

প্রশ্ন: প্যারেন্টিংয়ের শুরুটা কখন হয়?

উত্তর: প্যারেন্টিং প্রেগন্যান্সি থেকে শুরু হয়। যে মা সন্তান ধারণ করছেন সে মায়ের মানসিক প্রস্তুতি থাকা দরকার। স্বামী-স্ত্রী মিলে প্রেগনেন্সি প্ল্যান করবেন। যেখানে মা  স্বস্তিবোধ করবে সেখানেই সে অবস্থান করবে। সেই মা কী বাবার বাড়ি থাকবে?  না শশুরবাড়ি থাকবে । মা যেন উদ্বেগের মধ্যে না থাকে। মা কে হাসি খুশি থাকতে হবে। গর্ভবতী মা যেন স্বস্থির মধ্যে থাকেন।  তাহলে সুস্থ বাচ্চা  হবে।  সুস্থ সন্তান আশাবাদী হয় । গর্ভ পরবর্তী মায়ের পুষ্টি নিশ্চিত করতে হবে।  প্রয়োজনীয় টিকা দিতে হবে।

তিনি আরও যুক্ত করে বলেন, ‘শহরের মানুষ চিন্তা করে বেশি।  দেরিতে বিয়ে করে । দেরিতে বিয়ের ফলে গর্ভবতী  মায়ের ডেলিভারিতে সমস্যা হয়। নিরাপদ ডেলিভারি হতে হবে । অনেকে  না বুঝে বাচ্চাকে মা থেকে দূরে রাখে । গবেষণায় দেখা যায় নবজাত শিশুকে মায়ের কাছে  দ্রুত যেতে  দিতে হবে, শিশুকে শাল দুধ  খেতে দিতে হবে।  তাতে  মায়ের সঙ্গে সন্তানের আত্মিক বন্ধন তৈরি হবে।  এতে  করে নতুন জগত এসে শিশু শান্তি পেয়ে যায়।  কমপক্ষে ৬ মাস মায়ের দুধ খাবে।  মা দূরে চলে গেলে  সন্তানের সমস্যা হয় ।’