অভিভাবকেরা কীভাবে বুঝবেন তাদের সন্তান বা প্রিয়জন মাদকাসক্ত?

দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।

অনেকে নেশার কথা স্বীকার করে না। কিন্তু মাদকাসক্ত ব্যক্তিদের কিছু লক্ষণ বা উপসর্গ দেখা দেয়। একটু খেয়াল করলেই অভিভাবকেরা বুঝতে পারবেন তাঁদের সন্তান বা প্রিয়জনেরা মাদকাসক্ত কি না। লক্ষণগুলো হলো সম্প্রতি আচরণের পরিবর্তন। রাতে ঠিকমতো না ঘুমানো। বসে বসে ঝিমানো ও রাত জেগে থাকার প্রবণতা। খাবার খেতে ইচ্ছে করে না। ওজন কমে যায়। পুষ্টিহীনতা ও রক্তশূন্যতায় ভোগে। কোনো কারণ ছাড়াই টাকার চাহিদা বাড়ে। বাড়ির বাইরে বেশি সময় কাটায়। সব সময় কাশি লেগে থাকে। মেজাজ খিটখিটে হয়। স্মৃতিশক্তি কমতে থাকে। মনোযোগ কমে যায়। অলসতা, হতাশা তৈরি হয়। কখনো চুপ আবার কখনো বেশি কথা বলে।

আড্ডায় অনেক সময় নষ্ট করে। প্রায়ই মিথ্যা কথা বলা। ঘর থেকে দামি জিনিসপত্র বিক্রি করা। দেরি করে বাসায় ফেরে। বেশি করে মিষ্টি ও ঘন ঘন চা খায়। টাকা-পয়সা না পেলে বিভিন্ন প্রকার অশান্তি সৃস্টি করে। ঘরের মেঝেতে ইনজেকশনের সিরিঞ্জ, খালি শিশি, পোড়ানো দেশলাই ইত্যাদির চিহ্ন পাওয়া যায়। ফোড়া, আলসার, খোসপাচড়া, চুলকানি হওয়া। বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত হওয়া। নৈতিক মূলবোধের অবক্ষয় ঘটা। সবদিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। এসব লক্ষণ দেখে বুঝবেন যে আপনার সন্তান মাদকাসক্ত।