সর্বনাশা মাদক সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করছে

সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ৩ জানুয়ারি ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।

সভায় অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘পরীক্ষার ফল খারাপ হয়েছে; মন খারাপ। কিংবা পারিবারিক অশান্তি থেকে মুক্তি মিলছে না। এ রকম নানা কারণে অনেক শিক্ষার্থী নিঃসঙ্গতা, হতাশায় ভোগেন। এই সুযোগে একদল সুযোগসন্ধানী সম্ভাবনাময় যুবসমাজের হাতে তুলে দিচ্ছে মাদক। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের নেশা শুধু সম্ভাবনাময় একটি জীবনকে ধ্বংস করছে না, পরিবার, সমাজ তথা পুরো জাতিকেই গভীর খাদের দিকে নিয়ে যাচ্ছে। এই সর্বনাশা মাদক থেকে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে।’