মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ
মাদকাসক্তির মতো যন্ত্রের ব্যবহারও আসক্তিতে পরিণত হচ্ছে
ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ গত ০২ ডিসেম্বর ২০২৩ তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩য় তলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। সভায় পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন ও ঢাকা সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।
মানসিক স্বাস্থ্য ও মনের যত্ন নিয়ে আলোচনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন। তিনি মাদক ও ইন্টারনেট আসক্তির মতো বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘মাদকাসক্তির মতো যন্ত্রের ব্যবহারও মানুষের মধ্যে এক ধরণের আসক্তিতে পরিণত হয়েছে। যেটা মানুষের স্বাভাবিক জীবনযাপনে নানা সমস্যার তৈরি করছে। ইন্টারনেট ও যন্ত্রের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষ মানসিক রোগে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে আমাদের দেশে মানসিক স্বাস্থ্যসেবা বিদ্যমান জনসংখ্যার তুলনায় অপ্রতুল। তাই সবদিক বিবেচনায় আমাদের নিজেদের সচেতন হওয়ার হতে হবে। একই সঙ্গে এই খাতে রাষ্ট্রের নজরদারি বাড়াতে হবে।’