সেলফ হেল্প গ্রুপের উদ্দেশ্য কী?

দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।।

মাদকের ভয়াবহতা থেকে যাঁরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাঁদের সুস্থতাকে দীর্ঘায়িত করা এবং অন্য মাদকাসক্ত ব্যক্তিদের সাহায্য করার মধ্য দিয়ে নিজে সাহায্য গ্রহণ করাই সেলফ হেল্প গ্রুপ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। অনেক মাদকাসক্ত রোগী নিজের ইচ্ছায় ভালো হতে চায়। তাদের জন্য এই পদ্ধতি খুবই উপযোগী। এই গ্রুপটি অলাভজনক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। মাদক থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিরা প্রতিনিয়ত একে অপরের সঙ্গে সুস্থ থাকার জন্য আলোচনা-সমালোচনা ও পরামর্শ করেন। যেকোনো আসক্ত ব্যক্তি, তিনি যে ধরনের নেশাই করেন না কেন, এ সংগঠনের সদস্য হতে পারেন। সদস্য হওয়ার জন্য জাতি, ধর্ম, বর্ণ ও অর্থনৈতিক অবস্থান—কোনো কিছুই বাধা না। এনএর সদস্য হওয়ার জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না। সভায় উপস্থিতির হাজিরা নেওয়া হয় না। যা দরকার তা হলো মাদকাসক্ত ব্যক্তির সুস্থ থাকার ইচ্ছা। সুস্থ থাকার জন্য নিজের ইচ্ছা-আগ্রহে সভায় উপস্থিত থাকা