মানবের ভেতরে দানব দেখা দেয়

মাদকের কোন ভাল দিক নাই । মাদকের সবটাই অপকার। মাদক যিনি গ্রহন করেন তিনি যেমন ক্ষতির মধ্যে থাকেন। পাশাপশি তার চারপাশে যারা থাকেন তাদেরকেও সমস্যার মধ্যে রাখেন ।

তীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান।

কীভাবে বুঝবেন আপনার সন্তান বা প্রিয়জন মাদকাসক্ত হয়েছে? তা বোঝার কিছু উপায় বাতলে দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান। মাদক গ্রহণের ফলে মানুষের আবেগ বেড়ে যায়। মাদক থেকে ডিপ্রেশন হতে পারে। মাদক গ্রহন করলে নিয়মিত বন্ধু পরিবর্তন করবে , যখন-তখন মিথ্যা কথা বলবে , কারণে আকারণে রাতজাগতে পারে। এসব কারণ থাকলে ধরে নেওয়া যায় আপনার প্রিয়জন মাদকাসক্ত হতে পারেন। তাছাড়া মাদক গ্রহণ করলে চিন্তাধারা তার নিয়ন্ত্রণে থাকে না । মস্তিষ্কের বায়োকেমিক্যাল পরিবর্তন হয়। মানবের ভেতরে দানব দেখা যায়।ব্যক্তির আচরণ, চিন্তায় ও আবেগের পরিবর্তন দেখা যায়, টাকা-পয়সার ব্যবহারে অস্বচ্ছতা দেখা যায়, যখন-তখন বাইরে বের হতে চায় অথবা বাইরে বের হয়ে যায়। ঘরে দরজা বন্ধ করে রাখে, হঠাৎ রেগে যায় এইসব কারণ দেখলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।