শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করতে অনুষ্ঠিত এ আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম বন্ধুসভা। বিদ্যালয়ের দিবা শাখার শিক্ষার্থীদের নিয়ে ছিল দ্বিতীয় পর্বের আয়োজন। এ পর্বে বিদ্যালয় মাঠের প্রাত্যহিক সমাবেশে প্রায় ৬০০ শিক্ষার্থীকে মাদক থেকে দূরে থাকার শপথ পড়ানো হয়। প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় শিক্ষার্থীরা হাত তুলে মাদককে ‘না’ বলে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরামর্শ দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম রিদওয়ান। আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও বিদ্যালয়ের শিক্ষকগণ।