প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২৮ মে ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া ‘মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ এই বিষয়ের ওপর আলোচনা করেন।
পরামর্শ সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী পরামর্শ সভার আয়োজন প্রসঙ্গে ডা. মো. জোবায়ের মিয়া বলেন, আমরা শুনেছি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান মাদকবিরোধী পরামর্শ সভার আয়োজনে বিরোধিতা করে থাকে, এটি একদমই উচিত নয়। কেননা স্মার্ট ফোনের কল্যাণে শিক্ষার্থীরা মাদক সম্পর্ক প্রায় সব তথ্য সহজেই পেয়ে যাচ্ছে। তাই পরামর্শ সভায় মাদকের কথা শুনলেই এর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরী হতে পারে এটি কিন্তু ভুল ধারণা। বরং মাদকবিরোধী পরামর্শ সভা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক তথ্য পাবে। মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সঠিকভাবে জানাতে হবে। তাই মাদক প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী পরামর্শ সভার প্রয়োজন রয়েছে।