‘প্রযুক্তির ব্যবহার প্রয়োজন অনুযায়ী করতে হবে’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল।

গত ১৫ জুন ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তি নিয়ে আলোচনা হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল  ‘মাদকাসক্তি এবং প্রযুক্তি আসক্তি – দুটোই কী এক’ এই বিষয়ে আলোচনা করেন।

প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে অনলাইন পরামর্শ সভায় ডা. আহমেদ হেলাল বলেন, প্রযুক্তি কিন্তু আমাদের সন্তানদেরকে ব্যবহার করতে দিতে হবে। কিন্তু তিনটি বিষয় মাথায় রেখে প্রযুক্তি সন্তানদের হাতে দিতে হবে। প্রথমত, প্রযুক্তিটি সন্তানদের জন্য নিরাপদ কিনা; দ্বিতীয়ত, এটি তার জন্য কার্যকরী কিনা; তৃতীয়ত, প্রযুক্তি সে যৌক্তিক সময় ধরে ব্যবহার করছে কিনা। এই তিনটি বিষয় মাথায় রেখে সন্তানকে প্রযুক্তি ব্যবহার করতে দিতে হবে। প্রযুক্তি অনেকটা বিদ্যুতের মত। বিদ্যুত কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজন। আমি যদি বিদ্যুত স্পর্শ করি তাহলে বিদ্যুতায়িত হবে।  বিদ্যুতকে নিরাপদে ব্যবহার করার জন্য আমরা আবরণ তৈরি করেছি, নিয়ন্ত্রনের জন্য সুইচ তৈরি করেছি। প্রযুক্তিও তেমনি; এটি ছাড়া আমাদের চলবে না। প্রযুক্তির ব্যবহার প্রয়োজন অনুযায়ী করতে হবে।