আসুন মাদকমুক্ত থাকি
সেলফ হেল্প গ্রুপ কী?
দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।
সেলফ হেল্পের মূল কথা নিজেকে নিজে সাহায্য করা। এটা মাদকাসক্ত ব্যক্তিদের নিজেকে নিজে ভালো রাখা বা চিকিত্সা করার একধরনের পদ্ধতি। ১৯৫৩ সালে আমেরিকায় এ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল। এখন পৃথিবীর প্রায় ১৩১টি দেশে এ সংগঠনের কাজ চলছে। বিশ্বে বিভিন্ন ধরনের সেলফ হেলফ গ্রুপ আছে। এর মধ্যে নারকটিকস অ্যানোনিমাস বা এনবর একধরনের সেলফ হেলফ গ্রুপ। নারকটিকস এনোনিমাস (এনএ) মাদকাসক্ত ব্যক্তিদের চিকিত্সার একটি পদ্ধতি।