‘শিক্ষার্থীরা যাতে মনের কথা বলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম আয়োজন রাখতে হবে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৮ মে ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন (১৭২ তম) মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া ‘মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ এই বিষয়ের উপর আলোচনা করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে ডা. মো. জোবায়ের মিয়া বলেন, শিক্ষার্থীরা যাতে মনের কথা বলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম আয়োজন রাখতে হবে। বর্তমানে অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর (পরামর্শক) ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষকদের ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।