‘শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৮ মে ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন (১৭২ তম) মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া ‘মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ এই বিষয়ের উপর আলোচনা করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরে ডা. মো. জোবায়ের মিয়া বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের কুফল সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থীকে অবহিত করতে হবে। সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন যেমন: মাদকবিরোধী গান, নাটক কিংবা রচনা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যায়।’