‘সন্তানের কিছু আচরণ লক্ষ্য করতে হবে’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলেছে অনলাইনে। গত ১৪ জুলাই ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জোবায়ের মিয়া ।

সভায় পরামর্শ দেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জোবায়ের মিয়া।

সন্তান মাদকাসক্ত কিনা কিভাবে বুঝব— এর উত্তরে ডা. মো. জোবায়ের মিয়া বলেন, ‘এ ক্ষেত্রে কিছু আচরণ লক্ষ্য করতে হবে যেমন, লেখাপড়ায় খারাপ করা, কাজে মনোযোগ কমে যাওয়া, কারণে-অকারণে মিথ্যা কথা বলা, উগ্র আর রূঢ় আচরণ করা, মেজাজ খিটখিটে থাকা। রাতে জেগে থাকা আর দিনের বেলায় ঘুমানো। বেশি বেশি হাতখরচের টাকাপয়সা চাওয়া, দেনাগ্রস্ত হয়ে পড়া। ঘন ঘন মুঠোফোনের নম্বর পাল্টানো। ঘরে মাদক গ্রহণের উপকরণ সিগারেটের রাংতা, ট্যাবলেটের স্ট্রিপ, দেশলাই ইত্যাদি পাওয়া। বাসার দামি জিনিসপত্র হারিয়ে যেতে থাকা। স্বাস্থ্য ভেঙে পড়া এবং খাওয়া-দাওয়ার অনিয়ম। বাথরুমে বেশি সময় কাটানো। এসব থাকলে মনোরোগ চিকিৎসক অথবা মেডিসিনের চিকিৎসকের কাছে যেতে পারেন। রোগী স্বেচ্ছায় যেতে না চাইলে কৌশল অবলম্বন করতে পারেন। পুরো পরিবারের রুটিন চেকআপ করাবেন। ডাক্তার কে আগে থেকে বলে রাখলে, ডাক্তার প্রয়োজনীয় রক্ত, পেশাব ইত্যাদির পরীক্ষা দেবেন।’