ধূমপান ছাড়তে হলে সিদ্ধান্ত নিয়ে, তা বাস্তবায়ন করতে হবে

সভায় পরামর্শ দিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য। গত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে। সভায় পরামর্শ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান।

‘আসুন মাদক বিষয়ে সচেতন হই’ প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সভার আয়োজন করা হয়। এতে তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে দুই চিকিৎসকের কাছে নানা প্রশ্ন করেন।

ধূমপান ছাড়ার উপায় কী? সভায় আগত একজন জানতে চান। উত্তরে চিকিৎসক পঞ্চানন আচার্য বলেন, ‘ধূমপান ছাড়ার বিকল্প কোনো কিছুই হতে পারে না। ধূমপান ছাড়তে হলে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটি বাস্তবায়ন করতে হবে। নিয়মিত শরীর চর্চা করলে ধূমপানের প্রতি চাহিদা কমে যায়। শাকসবজি এবং ফল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। যতটা সম্ভব ধূমপায়ী বন্ধুদের আড্ডা এড়িয়ে চলতে হবে।’