শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

Donate
  • প্রচ্ছদ
  • কার্যক্রম
  • ছবি
  • ভিডিও
  • ট্রাস্ট সম্পর্কে
  • About Prothom Alo Trust
  • Contact
  • Updates
  • প্রথম আলো
মাদকবিরোধী আন্দোলন

প্রশ্ন ও উত্তর পর্ব-২০৯

‘একজন শিক্ষার্থীর নিয়মিত রুটিন বাধাগ্রস্ত হচ্ছে কিনা তা খেয়াল করতে হবে’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলেছে অনলাইনে। গত ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২০৯।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৬: ৫২

প্রশ্ন: মাদকে আসক্ত হওয়ার কি কি লক্ষণ আছে, যা দেখে আশপাশের মানুষ বুঝতে পারবেন মাদকাসক্ত হয়েছে কিনা?

উত্তর: প্রিয়জন মাদকে আসক্ত হয়েছে কিনা তা প্রাথমিক লক্ষণ দেখে বুঝা যাবে। মনোরোগ চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। ১৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যে কেউ মাদকাসক্ত হতে পারেন। এমনকি ১৫ বছরের নিচেরও যে কেউ যেকোনো সময় মাদকের আসক্ত হতে পারে।

একজন শিক্ষার্থীর নিয়মিত রুটিন বাধাগ্রস্ত হচ্ছে কিনা তা খেয়াল করতে হবে। দেখা যাচ্ছে নিয়মিত স্কুলে যেত, পড়াশোনা করত, এখন আর করছে না। সারা রাত জেগে থাকে, দিনের বেলা ঘুমায়। শরীরে থেকে গন্ধ পাওয়া যায়। তার রুমের দরজা বন্ধ করে রাখে। তার রুমেও গন্ধ পাওয়া যায়। ব্যবহারে কিছু পরিবর্তন আসছে। টাকার জন্য উদ্বেগ থাকে,  সারা রাত জেগে আছে, বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, ক্ষুধামান্দ্য হচ্ছে, তখনই সচেতন হতে হবে। যতটুকু সম্ভব ছোটবেলা থেকেই মাদকের বিরুদ্ধে সচেতন বার্তা পৌঁছে দিতে হবে।

মাদকবিরোধী আন্দোলন থেকে আরও পড়ুন
  • মাদকাসক্তি
  • মাদক বিরোধী আন্দোলন ট্রাস্ট
  • মাদক পরামর্শ সহায়তা
  • মাদক মানে বিষ
মন্তব্য করুন