প্রশ্ন: মোবাইল আসক্তির খারাপ দিক কি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার আতিক বলেন, ‘কেউ মাদকে, কেউ আবার প্রযুক্তি কিংবা যন্ত্রে (ডিভাইসে) আসক্ত। আপনজন-বন্ধুবান্ধব পাশে থাকলেও অনেকে মুঠোফোনে ব্যস্ত থাকেন।’ তিনি বলেন, ‘আপাতদৃষ্টে তাতে মদ, গাঁজা, ইয়াবা কিংবা হেরোইন কেনার মতো ক্ষতিকর কিছু হয় না। কিন্তু মূল্যবান সময় ব্যয় হয়। অপ্রয়োজনীয় কাজে মস্তিষ্ক ছিনতাই হয়। এটা প্রযুক্তির প্রতি আসক্তির তথা নেশার খারাপ দিক।’