হতাশা কাটাতে নেশা করতে হয় না

যারা নেশা করে, তাদের ধারণা—‘ইচ্ছা করলেই আমি নেশা ছাড়তে পারি’। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, একবার নেশায় আক্রান্ত হয়ে গেলে সহজেই নেশার জগত্ থেকে বের হয়ে আসা যায় না। তবে নেশার জগত্ থেকে বের হয়ে আসাটা সহজ না হলেও অসম্ভব নয় মোটেই।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল বলেন, ’চাইলেই হাতের কাছে পাওয়া যায় বিভিন্ন নেশার জিনিস। বন্ধুরা বলে ‘এগুলো না খেলে স্মার্ট হওয়া যায় না’। কেউবা নিছক কৌতূহলের বশেই নেশা করে। ‘হতাশা কাটাতে নেশা করতে হয়’—এই ভুল বিশ্বাসও থাকে কারও কারও।এভাবেই অনেকে জড়িয়ে পড়তে পারে নেশায়। হতাশা কাটাতে নেশা করতে হয় না।’

করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৫টি। প্রথম আলো ও ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন।