মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল বলেন, ‘প্রিয়জন মাদকাসক্ত হলে কীভাবে বুঝবেন।বাইরে যখন-তখন বের হওয়া অথবা ঘরে দরজা বন্ধ করে রাখা, ব্যক্তির আচরণ, চিন্তায় ও আবেগের পরিবর্তন দেখলে, রাত জাগা, টাকা-পয়সার ব্যবহারে অস্বচ্ছতা, নতুন বন্ধু, হঠাৎ রেগে যাওয়া দেখলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। মাদক গ্রহণে মানুষের আবেগ বেড়ে যায় আবার আচরণ ক্ষতিগ্রস্ত করে। মাদক থেকে ডিপ্রেশন হতে পারে, নিজেকে গুটিয়ে রাখা অথবা আক্রমণাত্মক হতে পারে । বন্ধু পরিবর্তন করা, হরহামেশাই মিথ্যা কথা বলা, রাতজাগা এগুলো নজরে পড়লে ধরে নেওয়া যায় আপনার প্রিয়জন মাদকাসক্ত হতে পারেন। মাদক গ্রহণ করলে তার চিন্তাধারা তার নিয়ন্ত্রণে থাকে না। মস্তিষ্কের বায়োকেমিক্যাল পরিবর্তন হয়। মানবের ভেতরে, দানবকে রুখতে হবে।’
করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৯টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।