সিগারেট মাদকের প্রবেশদ্বার

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২৭।

মো. জোবায়ের মিয়া, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগ।

প্রশ্ন: মাদকের প্রবেশদ্বার(গেটওয়ে) কি সিগারেট?

উত্তর: হ্যাঁ সিগারেট মাদকের প্রবেশদ্বার। সিগারেট খাওয়ার ফলে অন্যান্য মাদক নেওয়ার প্রবণতা বেড়ে যায়। হেরোইন, ইয়াবা প্রকাশ্যে গ্রহণ করা শাস্তিযোগ্য অপরাধ । মদ্যপ অবস্থায় দায়িত্ব পালন করতে পারে না, গাড়ি চালাতে পারেনা, ব্রেনের ব্যাপক ক্ষতি হয় ,যুব সমাজের মধ্যে থাকে এবং পরিবারসহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।