প্রশ্ন: সরকারিভাবে মাদকের চিকিৎসা আছে কি?
উত্তর: হ্যাঁ, সরকারি ব্যবস্থাপনায় কম খরচে চিকিৎসা রয়েছে। রোগীকে সশরীরে হাজির হতে হয়। স্বল্প মূল্য বা নামমাত্র মূল্য এসব জায়গা থেকে চিকিৎসা নিতে পারেন ঢাকার তেজগাঁও কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বহি:বিভাগ। এ ছাড়া দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর বহির্বিভাগে বিনা মূল্যে বা নামমাত্র মূল্যে চিকিৎসা নেওয়া সম্ভব।