‘সন্তানকে সুস্থ বিনোদন দিতে হবে’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৩ এপ্রিল ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে তিনটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৫১।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান।

প্রশ্ন: প্রিয়জন মাদকাসক্ত যাতে না হয়, তাই সন্তানদের কীভাবে বড় করা উচিত?

উত্তর : যারা মাদক আসক্ত নয় প্রথমত তাদের সচেতন করতে হবে। মাদকবিরোধী সচেতনতা তৈরি করতে হবে। সামাজিক আন্দোলনের ফলে তরুণরা জানতে পারে মাদকের ক্ষতি সম্পর্কে। যারা মাদক আসক্ত নয় তাদের সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে সচেতন করতে হবে। এ ক্ষেত্রে সামাজিক আন্দোলনের ফলেই সচেতনতা তৈরি করা সম্ভব। পরিবারে বাবা মাকে পর্যাপ্ত সময় দিতে হবে তাদের ছেলেমেয়েদের। ছেলেমেয়ের কোনো সমস্যা হলে তারা যেন সবকিছু বাবা মাকে খুলে বলতে পারে। সেই পরিবেশ তৈরি করতে হবে। সন্তানদের পাশে থাকা, তাদের কথা শোনা, সহমর্মিতা থাকতে হবে। সন্তানদের স্বাধীনতা যেমন থাকবে আবার তাদের প্রতি শাসনও থাকবে। পরিবারের দায়িত্ব সন্তানের পাশে থাকা। তারা কোনো সংকটে পড়লে তাদের পাশে সহযোগিতার হাত বাড়াতে হবে। সন্তান যদি কোন কারণে মাদকাসক্ত হয়ে পড়ে লোকলজ্জার ভয় না করে তাকে চিকিৎসার আওতায় আনতে হবে । সন্তানকে সুস্থ বিনোদন দিতে হবে। পরিবারের আস্থার জায়গাগুলো ফিরিয়ে আনতে হবে।