(৯) অকারণে বিরক্তিবোধ করলে ।
(১০) অতিরিক্ত মিষ্টি খেতে আরম্ভ করলে ।
(১১) পুরনো বন্ধুদের পরিবর্তে নতুন নতুন বন্ধু চোখে পড়লে ।
(১২) ঘরে বা বিছানায় পাউডার জাতীয় জিনিস পাওয়া ।
(১৩) প্রায়ই কারো না কারো সাথে মারামারি বা ঝগড়া ইত্যাদিতে জড়িয়ে পড়া।
(১৪) সব সময় রুমে এবং শরীরে পারফিউম বা এয়ারফ্রেশনার ব্যবহার করা ।
(১৫) চোখের লাল ভাব কাটানোর জন্য ড্রপ ব্যবহার শুরু করলে ।
(১৬) অকারণে রেগে গেলে ।
আপনার পরিবারের কারো মাঝে এধরনের আচরণগত পরিবর্তনের কয়েকটি লক্ষণ একসাথে থাকলে বুঝে নিবেন নিঃসন্দেহে সে একজন মাদকাসক্ত।