মাদক ছেড়ে ভালো আছি

রাজেশ (ছদ্মনাম) মাদকের চোরাবালি থেকে উঠে দাঁড়িয়ে এখন সুস্থ জীবন যাপন করছেন। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের অংশ হয়ে খুঁজে পেয়েছেন নতুন জীবনের সন্ধান।

রাজেশের ঘুরে দাঁড়ানোয় বড় ভূমিকা ছিল তাঁর মা মিলুর (ছদ্মনাম) । রাজেশ বলেন, ‘মা খুব করে চাইতেন আমি সুস্থ হই। পত্রিকায় বিজ্ঞাপন দেখে তিনি প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে যাওয়া শুরু করেন। প্রতি মাসে যেতেন। বিশেষজ্ঞদের পরামর্শ শুনতেন।’ মা মিলু ২০১৬ সালে চলে গেছেন না–ফেরার দেশে।

রাজেশ সাড়ে ছয় মাস চিকিৎসা নেন মাদকাসক্ত মানুষের জন্য পুনর্বাসনকেন্দ্র ‘আপন’-এ। তারপর দুই মাস সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। সুস্থ হওয়ার পর থেকে প্রথম আলোর মাদকবিরোধী আয়োজনের নিয়মিত আয়োজন—পরামর্শ সহায়তার অনুষ্ঠানে উপস্থিত থাকতেন তিনি। একসময় পরামর্শ নিতে আসা অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দিতে শুরু করেন। এখন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

রাজধানীর ধানমন্ডি ডব্লিউ ভি এ মিলনায়তনে প্রতি মাসে আয়োজন করা হয় মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠোনের । এই অনুষ্ঠানটি দুটো ভাগে বিভক্ত। একটি হলো রোগীর সঙ্গে চিকিৎসকের একান্ত কথাবার্তা ও চিকিৎসাসেবা গ্রহণ । আর দ্বিতীয়টি হলো নাম পরিচয় প্রকাশ না করে মনোরোগ বিশেষজ্ঞদের মতামত ও আলোচনা।

রাজেশ বলেন, ‘আমি শুধুমাত্র অভিভাবকদের একটা কথাই বলব যে একটু ধৈর্য ধরেন, একটু বিশ্বাস করেন এবং একটু যত্ন নেন আপনার মাদকাসক্ত সন্তানের বা যে হোক, ভালো হবে সুস্থ হবে। পুরোপুরি সাপোর্ট লাগবে তার পরিবারের, পুরোপুরি সাপোর্ট লাগবে তার সমাজের। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সমস্ত সবার সাহায্য লাগবে তাকে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসার জন্য। মাদক ছেড়ে ভালো আছি। তরুণদের অনুরোধ করি ভুলেও মাদকের পথে হাঁটবেন না।’