মাদক গ্রহণ আনন্দের হলেও ছেড়ে দেওয়াটা অনেক কঠিন। কিন্তু তারপরও যদি কেউ মাদকাসক্ত থেকে ছেড়ে আসতে চান পরিবারের সদস্য, বন্ধুদেরকে সহযোগিতা করতে হবে। মাদকমুক্ত হতে হলে সমন্বিত চিকিৎসা দরকার।
পরিবারের সদস্যরা কীভাবে বুঝবেন যে তাদের প্রিয়জন মাদকাসক্ত হয়েছেন। এর উত্তরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা.আহমেদ হেলাল জানান, ‘মাদক গ্রহণ করার ফলে মানুষের ব্যক্তিত্বে বড় পরিবর্তন আসে। আচরণগত পরিবর্তন দেখা যায়। তার মেজাজ উগ্র হয়ে যায়। ঠিকমতো ঘুমায় না। সারা দিন দরজা বন্ধ করে রাখে এবং তার ঘরে কেউ যেতে পারে না। স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে সময়ের পরিবর্তন দেখা দেয়, বাসা থেকে টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায়। মাদকের কোন প্যাকেট, বা রাংতা পাওয়া যায়। শিরাপথে কেউ মাদক গ্রহণ করলে তার ইনফেকশন হতে পারে। অনেক সময় দেখা যায় গরমের মধ্যেও ফুলহাতা শার্ট পড়ে থাকে। শিক্ষার্থী হলে তার স্কুল কলেজের বেতন, কোচিং ফির টাকাপয়সা ঠিকমতো পরিশোধ করে না। এই সব লক্ষণ দেখে ধারণা করতে পারেন তার সন্তান বা প্রিয়জন মাদক গ্রহণ করছে।’
করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৯টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই আয়োজনে দর্শকেরাও সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।