মাদকের সবটাই অপকার, কোন উপকারী দিক নাই

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন প্রতি মাসে পরামর্শ সহায়তার আয়োজন করে। রাজধানীর ধানমন্ডি ডব্লিউভিএ মিলনায়তনে ১২০টি পরামর্শ সহায়তা সভা করা হয়েছে। এখানে মূলত উপস্থিত থাকেন মাদকাসক্ত রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। এসব অনুষ্ঠানে পরামর্শ সেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন অসংখ্য মানুষ। করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৩টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল জানালেন,‘ব্যক্তি চাইলেই মাদক ছাড়তে পারেন। মাদকের ওপর নির্ভরশীল ব্যক্তি বা মাদকাসক্ত মাদক থেকে ফিরে আসতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাউন্সেলিং, ওষুধ ও অন্যান্য বিষয়ে নিয়মকানুন মেনে চলতে হবে। মাদকের সবটাই অপকার। মাদকের কোন উপকারী দিক নাই। মাদক মানে অপকার। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মাদক একজন ব্যক্তির ক্ষতি করে। লিভার, কিডনি, ফুসফুস কোন কিছুই বাদ যায় না। কিংবা মাদকাসক্ত হলে হার্ট অ্যাটাক হতে পারে। মাদক শুধু দেহের নয় মনের চিন্তাধারাকে ধ্বংস করে। পুরো পরিবারকে ধ্বংস করে দেয়।’