করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৮টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।
মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান অভিভাবকের জন্য তিনটি পরামর্শ দিয়েছেন, ‘প্রিয়জন মাদকাসক্ত হলে গোপন করবেন না । মাদকাসক্ত রোগী ভালো হবে, ধৈর্য নিয়ে চিকিৎসা করালে । মাদকাসক্তকে বিদেশ পাঠাবেন না। কারণ বিদেশে গিয়ে ও অজানা কোন মাদক গ্রহণ করতে পারে। মাদকাসক্ত হলে বিয়ে দেবেন না। বরং সুস্থ হলে বিয়ে দিতে পারেন।’