করোনাকালেপ্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শসভা হয়েছে ২৬টি।প্রথম আলো ও ট্রাস্টের ফেসবুকপেজএবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। দর্শকেরাসরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন।