মাদকাসক্তির কারণ

মাদকাসক্তি একটি মানসিক রোগ।

একজন মানুষ বিভিন্ন কারনে মাদকাসক্ত হতে পারেন। তবে একেবারে সুনির্দিষ্ট কারণ বলা কঠিন।

- কৌতূহল, আশেপাশের পরিবেশ, মাদকাসক্ত বন্ধুবান্ধব, মাদকাসক্ত প্রতিবেশী, হতাশা, ব্যর্থতা, সুলভে মাদকদ্রব্যের প্রাপ্তি প্রভৃতি কারণে যে কেউ মাদকাসক্ত হয়ে যেতে পারে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে না পারার কারণেও অনেকে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে।

পরিবারে অশান্তিঃ মা-বাবার মধ্যে বনিবনা না হওয়া, মা-বাবার আদর যত্ন না পাওয়া সন্তান প্রভৃতি কারণেও অনেক পরিবারের সদস্য মাদকাসক্ত হয়ে পড়ে। সন্তান যদি মা-বাবার কাছ থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জানতে না পারে, সঠিক পরামর্শ না পায়, দিনের পর দিন একাকীত্বে ভুগতে থাকে, তবে সেই সন্তানকে হতাশা ও নিঃসঙ্গতা পেয়ে বসে। তখন সে ঐ অসহনীয় অবস্থা থেকে মুক্তির পথ খুঁজতে থাকে। সুলভপ্রাপ্তির ফলে মাদকই তখন হয়ে উঠতে পারে তার অবলম্বন। কারণ অবজ্ঞা, অবহেলা, নিঃসঙ্গতাকে অনেকেই বেশিক্ষণ প্রশ্রয় দিতে সক্ষম হয় না। ফলে ধূমপান থেকে শুরু করে নানা ধরনের নেশায় আসক্ত হতে পারে। এভাবেই পরিচিতি ঘটতে পারে অন্য কোন ভয়ংকর মাদকদ্রব্যের প্রতি। কারণ, তার ভেতরে সহজ অনন্দ লাভের ইচ্ছা প্রবল।

করোনাকালে প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই আয়োজনে দর্শকেরাও সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

নোট: দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।