মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল বলেছেন, ‘মাদকাসক্তি নিরাময়ে পরিবারেই উপযুক্ত পরিবেশ প্রয়োজন। অনেক পরিবার মাদকাসক্তিকে অপরাধ মনে করে গোপন রাখে। দু-এক দিন পর ঠিক হয়ে যাবে এমন ভাবে। কিন্তু তত দিনে আসক্তির মাত্রা আরও বেড়ে যায়। মাদকাসক্তিকে অপরাধ মনে করে গোপন রাখে, ভাবে সব ঠিক হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘মাদকাসক্তিকে অপরাধ হিসেবে না দেখে বরং রোগ হিসেবে দেখতে হবে। গুরুত্বসহকারে চিকিৎসা করাতে হবে। চিকিৎসার প্রথম ধাপ পুনর্বাসন কেন্দ্রে রেখে মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করানো।’
করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৯টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই আয়োজনে দর্শকেরাও সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।