করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৮টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।
মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল জানালেন, ‘প্রিয়জন মাদক ব্যবহার করলে তাদের পরিবারের সদস্যরা আগে জানতে পারেন।যখনই জানতে পারবেন তখনই যদি চিকিৎসার উদ্যোগ নেওয়া হয় তাহলে সুফল পাবেন দ্রুত। শুরুতেই যদি চিকিৎসার উদ্যোগ নেওয়া হয় তাহলে সাফল্য বেশি আসবে। চিকিৎসকের কাছে মাদকাসক্তকে না এনে লোকলজ্জার ভয়ে চেপে যান।’