মাদক হলো এমন একটি দ্রব্য, যা ব্যবহার করলে শারীরিক ও মানসিক উত্তেজনা তৈরি হয়। ফলে স্বাভাবিক চিন্তা বাধাগ্রস্ত হয় এবং শরীরে অবসাদের সৃষ্টি করে। মনোবিজ্ঞানীদের ভাষ্য, মাদক সেবনের ফলে শরীর, মন ও মস্তিষ্কে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে। মাদকদ্রব্য একবার সেবন করলে আবারো সেবনের কৌতূহল জাগে। এভাবে মাদকসেবক নিয়মিত তা গ্রহণ করে। এভাবেই এক পর্যায়ে নেশায় পরিণত হয় এবং মাদক সেবনকারী নেশাগ্রস্ত হয়ে পড়েন। আর একবার নেশাগ্রস্ত হয়ে পড়লে মাদক গ্রহণকারী ব্যক্তির মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়, যা স্বাভাবিক নয়।
মাদক গ্রহণকারী ব্যক্তির আচরণ পরিবর্তন হয়। যেমনঃ
* স্বেচ্ছায় একবার কিংবা বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে মাদকদ্রব্য সেবনের ফলে বারবার তা গ্রহণ করতে তাগাদা অনুভব করে।
* একপর্যায়ে মাদক সেবনের তীব্র ইচ্ছে সৃষ্টি হয়। একসময় এই ইচ্ছার বাস্তবায়ন ঘটাতে থাকে এবং অভ্যাসে পরিণত হয়।
* আস্তে আস্তে মস্তিষ্কে কিছু পরিবর্তন ঘটে। আগে যেটা অভ্যাস ছিল, সেটাই আসক্তিতে পরিণত হয়।
* ব্যক্তির আচরণ, চলাফেরা, আহার-নিদ্রা, সবকিছুতে একধরনের অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করা যায়।
* মাদক যে ক্ষতি করে বা ক্ষতি করতে পারে, এই বিবেচনাবধ হারাতে থাকে। মূলত এ অবস্থাকেই নেশা বলে। আর নেশাগ্রস্ত হলে মস্তিষ্কের এমন কিছু পরিবর্তন ঘটে, যা তাৎক্ষণিক একটা অনুভূতি দেয়। এই অনুভূতি পাওয়াটাই মাদক সেবনের অন্যতম কারণ।
* একবার মাদক সেবন অভ্যাসে পরিণত হলে সেই অভ্যাস থেকে ফিরে আসাই কঠিন। আর তা যদি নেশায় পরিণত হয়, তবে তা না গ্রহণ করলে বা হঠাৎ করে বাদ দিলে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। এ জন্য প্রয়োজন চিকিৎসকের পরামর্শ নেওয়া।
করোনাকালে প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই আয়োজনে দর্শকেরাও সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
নোট: দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।