প্রশ্ন : একজন বন্ধু যদি মাদক গ্রহণ করতে বলে, সে ক্ষেত্রে কীভাবে তাকে ‘না’ করতে হবে?
এই প্রশ্নের উত্তরে হীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জোবায়ের মিয়া বলেন, ‘একজন বন্ধু যদি মাদক গ্রহণ করতে বলে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। সে ক্ষেত্রে বন্ধুকে ‘না’ করবেন। তবে তাকে সুন্দরভাবে সহমর্মিতা প্রকাশ করে তাকে ‘না’ করতে হবে। কারণ কোন বাজে মন্তব্য করলে সেটা হিতে বিপরীত হতে পারে । যেমন বলা যেতে পারে, ‘না’ আমি তো খাই না। আগে তো খেতাম। আমি চিকিৎসা নিয়েছি । মাদকের সঙ্গে আর বন্ধুত্ব নয়। আমি চেষ্টা করেছি। তুমিও চেষ্টা কর। বাজে মন্তব্য করলে মনের ভেতর ওই ‘না’ নেতিবাচক হিসেবে কাজ করে।’