প্রিয়জন মাদকাসক্ত হলে বোঝার উপায়

প্রিয়জন মাদকাসক্ত হলে বোঝার উপায়গুলো বলেছেন বারডেম জেনারেল হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক নাসিম জাহান। তিনি বলেন, বেশির ভাগ তরুণ মাদকাসক্ত। প্রিয়জন, সন্তান ঠিকমতো পড়াশোনা করছে কি না দেখতে হবে। কার সঙ্গে মিশছে। নতুন কোনো আড্ডা কিংবা বন্ধুর সঙ্গে সম্পর্ক হচ্ছে কি না। ক্লাস ঠিকমতো করছে কি না। বেশি রাত জাগছে কি না, টাকাপয়সা চুরি বা মিথ্যা কথা বলছে কি না, আচরণগত পরিবর্তন ঘটেছে কি না।

করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৭টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে বিস্তারিত হয়ে থাকে।