‘পারিবারিক বন্ধন ঠিক থাকলে সন্তান মাদকাসক্ত হয় না’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৭ এপ্রিল বুধবার বেলা সাড়ে ৩ টা থেকে আধা ঘণ্টা প্রথম আলোর ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. সুলতানা আলগিন। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৬৩।

প্রশ্ন: মাদকাসক্তের সঙ্গে পরিবারের সদস্যদের ব্যবহার কেমন হবে?

উত্তর: মাদককে রোগ হিসেবে দেখতে হবে। মাদকাসক্তের সঙ্গে পরিবারের সদস্যদের সঠিক আচরণ করতে হবে। তাদের আবেগ (ইমোশন) নিয়ে খেলা যাবে না। সন্দেহ করা যাবে না । প্রিয়জন মাদকাসক্ত হলে তারা কোন বন্ধুর সঙ্গে মিশছে, তারা পকেট মানি কী করছে এসব নিয়ে সন্দেহ করে কিছু বলা যাবে না। ইমোশন নিয়ে নয় বরং আচরণ সংশোধন করা। বাবা-মাকে বুঝতে চেষ্টা করতে হবে । জানতে চাইতে হবে অথবা জানার চেষ্টা করতে হবে কেন মাদক গ্রহণ করল। সন্তানকে সময় দিতে হবে । মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে । পারিবারিক নিয়ম থাকবে যেমন খাবার সময় , ঘুমানোর সময়, খেলার সময়, পড়ার সময় । পুরোটাই চর্চার বিষয়। পারিবারিক বন্ধন ঠিক থাকলে সেই সন্তান মাদকাসক্ত হয় না।