পানের সাথে খাওয়া জর্দাও কি মাদক?

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা.ফারজানা রহমান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৪৩।

প্রশ্ন: পানের সাথে খাওয়া জর্দাও কি মাদক?

উত্তর: হ্যাঁ এটা মাদক । পানের সঙ্গে অনেকে জর্দা খান এটা মাদক। জর্দায় থাকে নিকোটিন । অনেকে পানের সঙ্গে সাদা পাতা খান, এটা তামাক । তামাকে থাকে নিকোটিন। তামাক, জর্দা খেলে মুখ, জিহবা , গলা , ফুসফুসের ক্ষতি হয়। তামাক, জর্দা খেলে মুখ ও ফুসফুসের ক্যানসার হতে পারে। জর্দাসহ পান খেলে তরুণ বয়সের সৌন্দর্য নষ্ট হয়।