পরিবারে অশান্তি, বিবাহ বিচ্ছেদ থাকলে সন্তান মাদকাসক্ত হতে পারে

মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান জানালেন, ‘যে সব পরিবারে অশান্তি লেগেই থাকে, বাবা মায়ের সঙ্গে অমিল থাকে, বিবাহ বিচ্ছেদ, সংসারে শান্তি নেই, সেই পরিবারের সন্তান মাদকাসক্ত হতে পারে। কোন সন্তান যদি সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে বেড়ে ওঠে, পারিবারিক বন্ধন থাকে এবং বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে যারা সচেতন, সে সব ছেলেমেয়েরা মাদক গ্রহণ করে না। মাদকমুক্ত হতে হলে পরিবারের সদস্যদের ভূমিকা রয়েছে। মাদকবিরোধী সচেতনতা তৈরির কাজটি পরিবার করে থাকে। পরিবারের সদস্যদের ছোটকাল থেকেই বোঝানো উচিত মাদকের ক্ষতিকারক দিক সম্পর্কে।’

করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৯টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই আয়োজনে দর্শকেরাও সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।