আসুন মাদকমুক্ত থাকি
চিকিৎসার প্রথম ধাপ পুনর্বাসন কেন্দ্রে রেখে মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করানো
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল বলেছেন, ‘রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করা যায় না, বরং নিরাময় কেন্দ্রের খোঁজখবর নিয়ে সেসব জায়গায় রেখে চিকিৎসা করা দরকার। মাদকাসক্তি নিরাময়যোগ্য। মাদকাসক্ত ব্যক্তির মাদক ছাড়ার ইচ্ছা থাকতে হবে। চিকিৎসার প্রথম ধাপ পুনর্বাসন কেন্দ্রে রেখে মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করানো। চিকিৎসা শেষে কমপক্ষে দুই বছর যদি মাদক গ্রহণ না করেন, তবে ধরে নেওয়া যায় তিনি মাদক মুক্ত হয়েছেন। মাদকাসক্তির সঙ্গে মানসিক রোগের একটা সম্পর্ক আছে। মাদকাসক্ত ব্যক্তির মানসিক অনেকগুলো রোগের লক্ষণ দেখা যেতে পারে।’
করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৭টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।