গ্রুপে মাদক গ্রহণ করলে সংক্রমণের হার বেড়ে যায়

উত্তরা আধুনিক মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা.ফাতিমা মারিয়া খান বলেন, ’যারা গ্রুপে মাদক গ্রহণ করেন তাদের সংক্রমণের হার বেড়ে যায় । মাদক গ্রহণের ফলে শারীরিক ও মানসিক দুটো ক্ষতি হয়। শারীরিক ক্ষতির মধ্যে রয়েছে লিভারের সমস্যা, হেপাটাইটিস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়, জটিল রোগ, মানসিক রোগ ছাড়াও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। কেউ কেউ যৌনশক্তি বাড়াতে মাদক গ্রহণ করেন। তাৎক্ষণিক কাজ হলেও স্থায়ীভাবে যৌনশক্তি ধ্বংস করে দেয় মাদক। মাদক গ্রহণ করলে মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন, অস্থিরতা দেখা যায় । মাদক গ্রহণের ফলে পুরুষেরা অপরাধে জড়িয়ে পড়েন এবং নারীরাও অপরাধে জড়িয়ে পড়েন।'

করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২৬টি। প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে বিস্তারিত প্রকাশিত হয়ে থাকে।