প্রশ্ন ও উত্তর পর্ব-৪৪
‘পারিবারিক বা মানসিক সমস্যাগুলোর দিকে মনোযোগী হতে হবে’
প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা.ফারজানা রহমান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৪৪।
প্রশ্ন: মাদক নিয়ে সচেতনতা তৈরির পরও কেন মাদক গ্রহণের হার কমছে না?
উত্তর: যারা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করছে তাঁদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা দেখেছি যে অধিকাংশ মাদকাসক্তদের পরিবারের জটিলতার বিষয়গুলো থাকে। পারিবারিক সহিংসতা, পরিবারে অশান্তি, সন্তানের প্রতি যে মনোযোগ প্রয়োজন, সেখানে ঘাটটি। কিংবা কারও এমন হয়তো কোণ বন্ধু মহল আছে যারা মাদকে আসক্ত। আবার কারও কারও মধ্যে নানা ধরনের মানসিক রোগের লক্ষণও থেকে থাকে। সিজোফ্রেনিয়া, বিষণ্নতা, বাইপোলার ডিসঅর্ডার বা কারও ব্যক্তিত্বের কোন সমস্যা থাকলেও তার মধ্যেও মাদক গ্রহণের প্রবণতা বেশি থাকে। আমরা যদি এই মানসিক সমস্যা বা পারিবারিক সমস্যাগুলোর দিকে মনোযোগী হই বা সেগুলো সমাধানের চেষ্টা করি তাহলে কিন্তু মাদক গ্রহণ থেকে তাঁদের মুক্ত করতে পারব।