নারীর ক্ষমতায়নে দেওয়া হচ্ছে 'অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি

ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্ট ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির লোগো।

নারীশিক্ষা ও ক্ষমতায়নে দেওয়া হচ্ছে ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্ট ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি। এই বৃত্তি আওতায় প্রতিবছর এইচএসসি পর্যায়ে ৫০ জন এবং এইচএসসিতে বৃত্তি পেয়ে যারা পুনরায় জিপিএ-৫ পাবেন, তাদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এই বৃত্তি দেওয়া হবে। ব্র্যাক ব্যাংক পিএলসি ২০১০ সাল থেকে প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রকল্পের সঙ্গে যুক্ত থাকলেও ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি এ ক্ষেত্রে নতুন সংযোজন। ২০২২ সাল শুরু হওয়া এই শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় ২০২৪ সাল পর্যন্ত মোট ১৪৪ জন এই বৃত্তি পেয়েছেন।

‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির বিবেচ্য বিষয়সমূহ

  • শুধু নারী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য বিবেচ্য হবেন

  • প্রতিবন্ধী, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত নারী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন

  • এসএসসিতে ন্যূনতম জিপিএ-৫ পেতে হবে

  • প্রতিবন্ধী ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বা অক্ষম

  • প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের নারী শিক্ষার্থী হতে হবে

  • সংখ্যালঘু, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী

  • অভিভাবকের মাসিক আয় ১৫ হাজার বা তার কম হতে হবে

উল্লেখ্য যে, প্রতিবছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এই শিক্ষাবৃত্তির আবেদন শুরু হয়।