নারীশিক্ষা ও ক্ষমতায়নে দেওয়া হচ্ছে ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্ট ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি। এই বৃত্তি আওতায় প্রতিবছর এইচএসসি পর্যায়ে ৫০ জন এবং এইচএসসিতে বৃত্তি পেয়ে যারা পুনরায় জিপিএ-৫ পাবেন, তাদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এই বৃত্তি দেওয়া হবে। ব্র্যাক ব্যাংক পিএলসি ২০১০ সাল থেকে প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রকল্পের সঙ্গে যুক্ত থাকলেও ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি এ ক্ষেত্রে নতুন সংযোজন। ২০২২ সাল শুরু হওয়া এই শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় ২০২৪ সাল পর্যন্ত মোট ১৪৪ জন এই বৃত্তি পেয়েছেন।
‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির বিবেচ্য বিষয়সমূহ
শুধু নারী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য বিবেচ্য হবেন
প্রতিবন্ধী, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত নারী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন
এসএসসিতে ন্যূনতম জিপিএ-৫ পেতে হবে
প্রতিবন্ধী ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বা অক্ষম
প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের নারী শিক্ষার্থী হতে হবে
সংখ্যালঘু, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী
অভিভাবকের মাসিক আয় ১৫ হাজার বা তার কম হতে হবে
উল্লেখ্য যে, প্রতিবছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এই শিক্ষাবৃত্তির আবেদন শুরু হয়।