সংবর্ধনা পেল ১০ এসএসসি পরীক্ষার্থী
গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। স্কুলের পক্ষ থেকে ওই পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন জীবন আলী, শুভ দাস, মিঠুন কর্মকার, রাকিব বাবু ,ফজলে রাব্বি, শাহীদ মাহমুদ, আফসানা মিমি, প্রভাতী, জহুরা খাতুন ও সুমিতা রানী। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও শুভ কামনা জানানোর জন্য বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা দোয়া ও মোনাজাতের আয়োজন করে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা, কলম, পেন-বক্স, স্কেল, রুল পেনসিল, ইরেজার ও কাটার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী উপস্থিত ছিলেন । আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম, ম্যানেজিং কমিটির সদস্য জিয়াউর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।