রাজশাহী আলোর পাঠশালায় বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন।
ছবি: প্রথম আলো।

মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন করল রাজশাহী আলোর পাঠশালা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রভাতে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন এবং মহান বিজয় দিবসের ওপর আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে চিত্রাঙ্কন, আবৃত্তি, শতভাগ উপস্থিতি, প্রতি শ্রেণির সেরা ৩ মেধাবী, কুইজ ও ১২ডিসেম্বরে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।
ছবি: প্রথম আলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তরিকুল আলম পল্টু, প্রথম আলো রাজশাহী প্রতিনিধি আবুল কালাম মোহাম্মদ আজাদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাসুদ রানাসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আবুল কালাম মুহাম্মদ আজাদ বলেন, ‘দেশপ্রেম হলো যার যা কাজ সেই সৎভাবে সম্পন্ন করা। আমরা সবাই নিজ নিজ কাজ নিজ দায়িত্বে করব।’

মাসুদ রানা বলেন, ‘বিজয় দিবসের সুন্দর এ আয়োজনের জন্য প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ।’