মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে আলোর পাঠশালার শিক্ষার্থীরা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী আলোর পাঠশালা, গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা এবং প্রথম আলো চর আলোর পাঠশালার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ২১ শে ফেব্রুয়ারি সকাল থেকেই ছাত্র-শিক্ষক ও অভিভাবকগণ নানা কর্মসূচিতে অংশ নেন। চরের রাস্তায় র্যালী, আলোচনা সভা, ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। আলোর পাঠশালার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ বিদ্যালয় পর্ষদ কমিটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী আলোর পাঠশালা:
স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ২১ শে ফেব্রুয়ারির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন মো. সারওয়ার হোসেন শিমুল। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম মুহাম্মদ আজাদ, রাজশাহী বন্ধুসভার বন্ধুরা, মধুমতি ব্যাংক রাজশাহী শাখার অফিসার মো. লিখন, বিদ্যালয়ের সব শিক্ষক ও কর্মচারী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রথম আলো চর আলোর পাঠশালা:
বিদ্যালয়ের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, কমিটির সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। এরপর শিক্ষার্থীরা চরের রাস্তায় র্যালী প্রদর্শন করেন। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২১ শে ফেব্রুয়ারির চেতনা এবং গৌরব গাঁথা ইতিহাস তুলে ধরেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাইদুল ইসলাম মেহেদী, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের, প্রধান শিক্ষক আতাউর রহমান। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাইদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক হাসান রানা।
গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা:
ভাষা শহীদ দিবস উপলক্ষে বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। ভাষা শহীদ দিবস সম্পর্কে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা প্রধান শিক্ষক মো. নূর আলম বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশসহ সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। এ দিনটি বাঙালি জনগণের স্মৃতি বিজড়িত একটি দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ বিদ্যালয় পর্ষদ কমিটি সদস্যবৃন্দ।
বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট ৬টি স্কুল পরিচালনা করছে।