মডেল টেস্ট পরীক্ষা অনুষ্টিত হলো বাবুডাইং আলোর পাঠশালায়

মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।

পড়ালেখার মান উন্নয়ন বজায় রাখতে বাবুডাইং আলোর পাঠশালায় গত শনিবার থেকে শুরু হয়েছে মডেল টেস্ট পরীক্ষা। দুটি শিফটে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে বাবুডাইং আলোর পাঠশালার অবস্থান । প্রাক-প্রাথমিক থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয় এখানে।

মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।

বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর জানান, সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গত ১ জুন থেকে শুরু হয়েছে অর্ধ-বার্ষিক পরীক্ষা। তবে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কোন নির্দেশনা এখনো পাইনি। বাবুডাইং আলোর পাঠশালার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখতে শনিবার থেকে শুরু হয়েছে মডেল টেস্ট পরীক্ষা। এ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে যা গত কয়েক মাসে শিক্ষার্থীদের শেখানো হয়েছে তার ওপর । এতে শিক্ষার্থীদের ওপর চাপ পড়বে না। পাশাপাশি পুরোনো শেখা পড়াগুলো হাতে-কলমে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। শনিবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। এতে সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি ও দুপুর পৌনে ১২টা থেকে সোয়া দুইটা পর্যন্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো বাবুডাইং আলোর পাঠশালাসহ ৬টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।