বাবুডাইং আলোর পাঠশালায় তৃতীয় পর্যায়ে স্টেম শিক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাবুডাইং আলোর পাঠশালায় তৃতীয় পর্যায়ে স্টেম শিক্ষাবিষয়ক কর্মশালা

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির উদ্যোগে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায় স্টেম (STEM - Science, Technology, Engineering and Mathematics) শিক্ষাবিষয়ক তৃতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এতে স্কুলের শিক্ষকেরাও পর্যবেক্ষক হিসেবে কর্মশালায় অংশ নেন। কর্মশালায় বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির দুজন প্রশিক্ষক অষ্টম শ্রেণির বিজ্ঞান ও গণিত বিষয়ে একটি করে নমুনা ক্লাস নেন। ক্লাসে বিজ্ঞান ও গণিত পাঠদান আনন্দপূর্ণ ও সহজবোধ্য করতে বাস্তব উপকরণ ব্যবহার করে পাঠদান করা হয়। যাতে শিক্ষার্থীরা বাস্তব ঘটনার সঙ্গে বইয়ের পাঠকে মেলাতে সক্ষম হয়।

ক্লাসরুমে শিক্ষার্থীদের ফেরার পর অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি যথাসম্ভব কমিয়ে আনার লক্ষ্যে ইএমকে সেন্টার ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি একটি পরীক্ষামূলক কার্যক্রমের আয়োজন করে। শিক্ষক ও রিসোর্স পারসনদের সমন্বয়ে দুইটি ক্যাম্পের আয়োজন করা হয়। এই আয়োজনের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্ষতি যথাসম্ভব কমিয়ে এনে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত করা। এ জন্য একটি সহজ ও ফলপ্রসূ পাঠদান পদ্ধতি তৈরি করা, যে পদ্ধতিতে শিক্ষকেরা ক্লাসরুমে স্বল্প সময়ে শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে ফিরিয়ে আনতে পারবেন।

পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ায় এখন পাঠদান পদ্ধতি প্রয়োগের লক্ষ্যে বর্তমান কর্মশালার আয়োজন করা হয়েছে। এর আগে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত ভোলা ও কুড়িগ্রামে দুইটি কর্মশালা আয়োজিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির স্বেচ্ছাসেবক আহমাদ মুদ্দাসসের ও রাসমান মুবতাসিম স্বর্গ।