ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেন জোহান্ত সাইচুরি
বাবুডাইং আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জোহান্ত সাইচুরি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং শান্তিপাড়া গ্রামের কালু সাইচুরির ছেলে জোহান্ত সাইচুরি। মায়ের নাম আলাপি মুরমু। দুই বোন ও পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট সাইচুরি। তাঁদের গ্রামে যাওয়ার জন্য নেই কোন পাকা রাস্তা। মাটির রাস্তায় বর্ষাকালে হাটু সমান কাদায় পরিণত হয়। অন্যদিকে গরমের সময় থাকে ধূলোভর্তি। দুর্গম এলাকা থেকে প্রতিদিন স্কুলে হাজির হন তিনি।
বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, ‘জোহান্ত সাইচুরি শিশুকাল থেকেই ভালো ফুটবল খেলে। তার মত আরও কয়েকজন শিক্ষার্থী আছে, যারা একটি দলে থাকলে সে দলকে হারানো কঠিন হয়ে পড়ে অন্যদের। ফুটবল প্রতিযোগিতায় দলের হয়ে খেলার জন্য সদা প্রস্তুত থাকে। তাদের দল একাধিকবার চ্যাম্পিয়ন ও রানার-আপ হয়েছে। পুরস্কার হিসেবে পেয়েছে টেলিভিশন ও কাপ।’
খেলাধুলা ও পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে রাজমিস্ত্রি ও বাগান পরিচর্যার দিনমজুর হিসেবেও কাজ করে থাকেন সাইচুরি । করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকার সময় আম বাগান পরিচর্যার দিনমজুর হিসেবে কাজ করে অর্থ উপার্জন করেছেন। কষ্টে অর্জিত টাকা দিয়ে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি পরিবারের খরচেও ব্যয় করেন ।
জোহান্ত সাইচুরি বলেন,‘ বাবুডাইং আলোর পাঠশালায় পড়ে আমি খুব আনন্দ পাই। শিক্ষকদের ভালোবাসা ও শাসনের মধ্য দিয়ে যে শিক্ষা পেয়েছি তা জীবনে ভুলব না। ফুটবল খেলার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। সুযোগ পেলে ভালো কোচের কাছে এ খেলার বিষয়ে চর্চা করতে চাই। পড়ালেখা বজায় রেখে একজন ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখি।’