প্রথম আলো চর আলোর পাঠশালা পাঠাগারের আছে নানা ভূমিকা

প্রথম আলো চর আলোর পাঠশালার পাঠাগার।

কুড়িগ্রাম সদর উপজেলা ঘোগাদহ ইউনিয়নের দুধ কুমার নদ পাড় হয়ে প্রথম আলো চরের প্রাণ কেন্দ্র প্রথম আলো চর আলোর পাঠশালা অবস্থিত। পাঠশালাটিতে আছে একটি পাঠাগার। পাঠাগারটি প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। পাঠাগারটি প্রতিষ্ঠার পর থেকে চরের মানুষের সামাজিক রূপ পরিবর্তন হতে শুরু করে। গ্রামের মানুষ সারা দিন কাজ-কর্ম করে বিকেলে তারা লাইব্রেরিতে এসে পত্র-পত্রিকা ও বই পড়েন।

প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, ‘এই লাইব্রেরিতে অনেক রকমের বই যেমন গল্প,উপন্যাস, সাহিত্য, কৃষি পণ্য, মুক্তিযুদ্ধের ইতিহাসের বই, রেকর্ড, চিত্র, সাময়িকী ইত্যাদি সংগ্রহে আছে। লাইব্রেরিকে চরের জাদুঘর বলা হয়। কেননা লাইব্রেরিতে সংগৃহীত আছে গ্রাম বাংলার ঐতিহ্য, পুরোনো দিনের জিনিসপত্র যা বর্তমান সময়ে দুষ্প্রাপ্য।’

মো. আতাউর রহমান আরও বলেন, ’এখানে রয়েছে কোন কৃষক জমিতে কি সার প্রয়োগ করবেন, জমিতে কি ফসল ফলালে উৎপাদন বেশি হবে, এই লাইব্রেরিতে এসে তারা জানতে পারেন বিভিন্ন কৃষি বই থেকে। এই লাইব্রেরির মাধ্যমে পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্ব বৃদ্ধি পাচ্ছে। এখানে এসে তারা বিনোদন গ্রহণ করেন। তাই এই লাইব্রেরীকে মিলন কেন্দ্রও বলা চলে।’

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট কুড়িগ্রামে প্রথম আলো চর আলোর পাঠশালাসহ ৬টি স্কুল পরিচালনা করছে।